১. টিভিআই-তে ৪টি (i. অ্যাপারেল ম্যানুফেকচারিং, ii. ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং, iii. উইভিং, iv. নিটিং) ট্রেড পড়ানো হয়, যা একজন দক্ষ বস্ত্র প্রকৌশলী তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রাথমিক ভিত্তিটি টিভিআই থেকে শুরু হয়।
২. ঝড়ে পড়া শিক্ষার্থীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার জন্য হাতে কলমে শেখানো হয়।
৩. কর্মমুখী শিক্ষার মাধ্যমে নারী ক্ষমতায়নে ভূমিকা রাখতে টিভিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
৪. টেক্সটাইল বিষয়ক তাত্ত্বিক এবং ব্যাবহারিক জ্ঞান সম্বলিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা।
৫. ফ্লোর লেভেলের জনবল তৈরির জন্য অত্যাধুনিক ল্যাব , ওয়ার্কশপ ও যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে কলমে দক্ষ করা।
৬. বস্ত্র শিল্প প্রতিষ্ঠানের সাথে ইন্টার্নশিপ ও পরিদর্শন নিশ্চিত করার কার্যক্রম গ্রহণ করা।
৭. বাজারের চাহিদা অনুযায়ী কারিকুলাম তৈরি করা ও যুগোপযোগীকরণে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর সাথে সমন্বয় করা।
৮. শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, নেতৃত্ব গুনাবলী ও পেশাদার মনোভাব তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস