🔴 এসএসসি পাসের হারঃ
✓ ২০২৪ সনের এসএসসি পাসের হার ৯১.৯৪% তে উন্নীতকরণ।
✓ ২০২৩ সনের এসএসসি পাসের হার ৮৩.৩৩% তে উন্নীতকরণ।
✓ ২০২২ সনে এসএসসি পাসের হার ৭৬.৯২%।
🔴 ২০২৪ সনের ৯ম শ্রেণি বোর্ড সমাপনী পরীক্ষার ফলাফলে ১ম স্থান অর্জন (সমগ্র খুলনা বিভাগের ৮টি টিভিআই এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নিয়ে ফলাফলে ১ম স্থান অর্জন, পাসের হার ৯১.০৩%, ফলাফল ২০২৫ সনের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত)।
🔴 APA (Annual Performance Agreement) বার্ষিক কর্মসম্পাদন চুক্তিঃ
✓ ২০২৪ সালে (২০২৩-২৪ অর্থবছরে) অত্র প্রতিষ্ঠান APA-তে ৯২ পয়েন্ট পেয়ে খুলনা বিভাগের মধ্যে ১ম স্থান লাভ করে। আলহামদুলিল্লাহ।
✓ ২০২৩ সালে (২০২২-২৩ অর্থবছরে) অত্র প্রতিষ্ঠান APA-তে ৮৮.৪৫ পয়েন্ট পেয়ে খুলনা বিভাগের মধ্যে ২য় স্থান লাভ করে। আলহামদুলিল্লাহ।
🔴 ইন্টারনেট ওয়াইফাই কানেকশনঃ পুরো ইনস্টিটিউট ক্যাম্পাস ইন্টারনেট ওয়াইফাই কানেকশন এর আওতাভুক্ত। BTCL থেকে সংযোগকৃত ইন্টারনেট ব্যবস্থা।
🔴 সরকারি TNT কানেকশনঃ সরকারি টেলিফোন লাইন সংযোগ চালু করা হয় ১৫.০৩.২০২৫ খ্রি. তারিখ থেকে।
🔴 সিসি ক্যামেরাঃ পুরো ইনস্টিটিউট ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাভুক্ত।
🔴 অন্যান্যঃ
✓ প্রতিষ্ঠানের ছবি ও তথ্য সংবলিত ব্যাবহারিক খাতা তৈরী।
✓ প্রতিষ্ঠানের নিজস্ব সরকারি ওয়েবসাইট চালুকরণ https://tvi.khulna.gov.bd/ (১৪.০২.২০২৪ খ্রি. তারিখ থেকে)।
✓ সফট স্টুডেন্টস ডাটাবেইস।
✓ স্টুডেন্টস অনলাইন হাজিরা শিট।
✓ স্থায়ী ক্যাম্পাসের জন্য প্রাক্কলন সম্পন্ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস