Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

ইহা একটি সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান, যা বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন। অত্র প্রতিষ্ঠানটি ১৯৯৬ সাল থেকে সুনামের সাথে পাঠদান করে আসছে। ঢাকা-খুলনা মহাসড়কের পাশেই (বিশ্বরোড, লবনচরা) প্রতিষ্ঠানটি অবস্থিত এবং নজরকাড়া অত্যাধুনিক ভবনে মনোরম প্রাকৃতিক পরিবেশে ক্লাসের সুব্যবস্থা রয়েছে। টেক্সটাইলের সাবজেক্টের জন্য এবং বিজ্ঞানসহ অন্যান্য সাবজেক্টের জন্য আলাদা আলাদা দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা ক্লাস পরিচালিত হয়। এখানে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসের সমন্বয় করে কারিগরি শিক্ষায় টেক্সটাইলে প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ করে গড়ে তোলা হয়। একজন শিক্ষার্থী এখান থেকে পাস করে টেক্সটাইলে ডিপ্লোমা বা অন্যান্য পলিটেকনিকে ডিপ্লোমা বা এইচএসসিতে ভর্তি হতে পারবে, তারপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং-এমএসসি ইঞ্জিনিয়ারিং বা জেনারেল সাবজেক্টে অনার্স- মাস্টার্স করতে পারবে। জব সেক্টরেও এখানের স্টুডেন্টদের অন্য জেনারেল স্টুডেন্টদের চেয়ে আগে জব পাওয়ার হার/ শতাংশ অনেক বেশি। তাছাড়া টেক্সটাইলে উচ্চতর পড়াশোনা করে বাংলাদেশে অনেক স্বনামধন্য টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে/ প্রাইভেট কোম্পানিতে/ মাল্টিন্যাশনাল কোম্পানিতে/ প্রাইভেট বা সরকারি ব্যাংকে/ সরকারি চাকরিতে যেমন বিসিএস থেকে শুরু করে প্রায় সকল ধরনের সরকারি চাকরিতে/ শিক্ষকতার চাকরিতে/ দেশের বাইরে গিয়ে উচ্চতর পড়াশোনা বা দেশের বাইরে ভালো ক্যারিয়ার গড়তে ইত্যাদি সকল বিষয়ে সুবিধাপ্রাপ্ত হবে। খুলনাবাসী অত্র প্রতিষ্ঠান থেকে উপকৃত হোক, খুলনাবাসীর জন্য শুভকামনা।